দারুননাজাত তাখসীসি মাদরাসা পরিচিতি
এক নজরে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা (তাখসীসি শাখা)
নাম : দারুননাজাত তাখসীসি মাদরাসা
শুকুরসী গোরস্থান, পূর্ব বক্সনগর, সারুলিয়া, ডেমরা, ঢাকা।
E-mail: [email protected]
https://dntakhsisimadrasah.com/
অবস্থান :
ঢাকা মেট্রোপলিটন এলাকার ডেমরা থানাধীন ডি, এন, ডি প্রজেক্টের মধ্যে সারুলিয়া বাজার ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যবর্তী স্থানে শুকুরসী গোরস্থান সংলগ্ন প্রায় তিন একর জমির উপর নৈসর্গিক মনোরম পরিবেশে মাদরাসার মূল ক্যাম্পাস অবস্থিত। মূল ক্যাম্পাস হতে প্রায় ৪০০ মিটার দক্ষিণে মনোরম পরিবেশে অত্র মাদরাসার তাখসীসি শাখা অবস্থিত।
স্তরভিত্তিক প্রতিষ্ঠাকাল:
| ক্রম. | স্তরভিত্তিক নাম | প্রতিষ্ঠাকাল |
|---|---|---|
| 1 | তাখসীসি জামাআত (হাফেজ ছাত্রদের জন্য) | ২০০৮ইং |
| 2 | তাখসীসি সাদেস থেকে তাখসীসী ফাযিল | ২০১৬ ইং |
শিক্ষাস্তর ও বিভাগ:
আসসাফফুস সাদেস (৬ষ্ঠ শ্রেণি)
আসসাফফুস সাবে (৭ম শ্রেণি),
প্রাক-তাখসীসি জামাত (হাফেয ছাত্রদের ৬ মাসেই জে.ডি.সি-এর উপযোগী করে গড়ার সমন্বিত কোর্স)
আসসাফফুস সামেন (৮ম শ্রেণি)
আসসাফফুত তাসে (৯ম শ্রেণি)
আসসাফফুল আশের (দশম শ্রেণি)
আসসাফফুল আলিম (এইচ.এস.সি)
ফাযিল (ডিগ্রি)
কামিল (মাস্টার্স)
ইফতা ও দা'ওয়া
লক্ষ্য-উদ্দেশ্য:
আমলদার ও কিতাবী আলেম তথা হক্কানী-রব্বানী আলেম তৈরির মাধ্যমে সৎ ও দক্ষ নাগরিক গঠন করা।
শিক্ষক-কর্মচারী: ৬৫ জন
ছাত্র সংখ্যা: ১৮০০ জন
একাডেমিক ভবন: ২৪ ঘণ্টা বৈদ্যুতিক সুবিধাসহ ছয় তলাবিশিষ্ট মানসম্মত আবাসিক ও একাডেমিক ভবন।
গ্রন্থাগার : অত্র প্রতিষ্ঠানের জন্য স্বতন্ত্র সমৃদ্ধ একটি গ্রন্থাগার রয়েছে।
ছাত্রাবাস ভবন:
অধ্যক্ষ: আ.খ.ম. আবুবকর সিদ্দীক
বি.এ.অনার্স, এম.এ. (ঢাকা বিশ্ববিদ্যালয়); এম.এম. (১ম শ্রেণী)
বর্তমান সভাপতি:
জনাব মোঃ শহীদুল ইসলাম
জেলা প্রশাসক, ঢাকা